শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অবশেষে ইপিএলে স্বস্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ হয়েছিল ১৩ মার্চ। ব্রিটেনে এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এই পরিস্থিতির মাঝেই লিগ শুরু হবে ১৭ জুন। সংক্রমণের প্রকোপ থাকায় দুই সপ্তাহ ধরেই খেলোয়াড় ও ক্লাবের স্টাফদের করোনা পরীক্ষা করে আসা হচ্ছিল। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে ৬ রাউন্ড। সর্বশেষটি হয়েছে ৪ ও ৫ জুন। লিগে শেষ রাউন্ডের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়নি কাউকে। আর তাতেই স্বস্তি নিয়েই শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের জনপ্রিয় এই ফুটবল লিগটি।
সর্বশেষ রাউন্ডে পরীক্ষা হয় ১ হাজার ১৯৫জন খেলোয়াড় ও ক্লাব স্টাফের। তাদের সবার ফলাফলই নেগেটিভ এসেছে। এমনকি ইতিবাচক ফল ছিল চতুর্থ রাউন্ডেও। ১ হাজার ১৩০জনের করোনা পরীক্ষায় কাউকেই পজিটিভ পাওয়া যায়নি।
অবশ্য এর আগের রাউন্ডে একজন করোনা আক্রান্ত পাওয়া গিয়েছিল। সেই রাউন্ডে পরীক্ষা করা হয়েছিল ১ হাজার ১৯৭ জনের। এদের মাঝে টটেনহামের একজনের পজিটিভ ফলাফল আসে। ফলে প্রিমিয়ার লিগে তাকে নিয়ে মোট আক্রান্ত দাঁড়ায় ১৩ জনে।
ইপিএল নতুন করে মাঠে গড়ানোর দিন শুরুতেই মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। পরের ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন