শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি মানুষকে হতবাক করছে

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, করোনা মহামারী প্রাক্কালেও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগে সীমাহীন দুর্নীতি করে বরাদ্দের টাকাগুলো লুটেপুটে খাচ্ছে। অপরদিকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য রোগী। যারা দেশের এই কঠিন মুহূর্তেও দুর্নীতি করে সাধারণ মানুষের চিকিৎসার টাকা লুটেপুটে খায় এরা মানুষ নামের কলঙ্ক, এরা অমানুষ। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের সীমাহীন দুর্নীতি ও চুরি দেশের মানুষকে হতবাক করছে। এ ধরণের চুরি ও দুর্নীতি কোনভাবেই মেনে নেয়ার মত নয়। 

গতকাল এক অডিও বার্তায় পীর সাহেব বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই মহামারীর সময়ও মানুষের মধ্যে হেদায়েত নেই। চিকিৎসা সরঞ্জাম এবং সুচিকিৎসার অভাবে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে।
তিনি বলেন, চাল চোরদের বিরুদ্ধে লোক দেখানো সাময়িক ব্যবস্থা নিলেও অধিকাংশ দুর্নীতিবাজ ও চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। পীর সাহেব চরমোনাই বলেন, দুর্নীতির পথ বন্ধ করতে না পারলে মানুষের সেবা করা যাবে না। দুর্নীতিকে সমূলে উৎখাত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন