সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে একই পরিবারের ৪ জনসহ সর্বোচ্চ রেকর্ড ১৫ করোনা সনাক্ত

মোট আক্রান্ত ১৪২ জন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১১:২৫ এএম

শেরপুরে ৯ জুন ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে শেরপুরে একই পরিবারে ৪ জনসহ নতুন করে সর্বোচ্চ ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে শেরপুর সদরে ৯ ,নকলায় ৫ ও নালিতাবাড়ি ১ জন সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলেন ১৪২ জন আর মারা গেছেন দুইজন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭২ জন , আর চিকিৎসাধীন আছে ৭০ জন। আক্রান্তের দিকে শেরপুর সদরে সবচেয়ে বেশি সনাক্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করে জানান, শেরপুরে ২ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন