শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৌরনদীতে করোনায় পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীসহ ৫জন আক্রান্ত

তিনটি ব্যাংকের শাখা ও একটি বাজার লকডাউন

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৯:০৫ পিএম

গত ২৪ ঘন্টায় বরিশালের গৌরনদী উপজেলার নতুন করে এক পুলিশ অফিসার, দুইজন কনস্টেবল, এক ব্যাংক কর্মচারী ও এক স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন । এ নিয়ে মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স দুলুফা খানমসহ উপজেলায় মোট ১৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ডাক্তার দম্পতিসহ ৪জন সুস্থ হয়েছেন। নলচিড়া বাজারসহ সোনালী ব্যাংক শাখা, অগ্রণী ব্যাংক গৌরনদী শাখা ও জনতা ব্যাংক শরিকল শাখা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া আক্রান্তদের বাড়িসহ পার্শ্ববর্তী এলাকা লকডাউন করেছে প্রশাসন। নতুন আক্রান্তরা হলেন গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল, গৌরনদী সোনালী ব্যাংক শাখার অফিসার ক্যাশ সায়েদুল রহমান ও খাঞ্জাপুর ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মাঈনুদ্দিন খোকন, টরকী বন্দর পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল তানভির ও মশিউর ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন