মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যবিপ্রবি’র ল্যাবে আরো ২৪জনের করোনা শনাক্ত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ২:৩৮ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারে শুক্রবার করোনা পরীক্ষায় আরো ২৪ জনের পজেটিভ রিপোর্ট প্রকাশ হয়েছে।

যবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশীদ অর্ণব দৈনিক ইনকিলাবকে জানান, যবিপ্রবির ল্যাবে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার মোট ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো ছিল যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা ও বাগেরহাটের। তিনি জানান, যশোরের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১টি, নড়াইলের ২৮টির মধ্যে একটি, মাগুরার ৪০টির মধ্যে পাঁচটি, সাতক্ষীরার ১২৫টির মধ্যে সাতটি পজেটিভ ফল দেয়। আর বাগেরহাটের ২৮টি নমুনার সবক'টিই নেগেটিভ এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন