ফিচ রেটিং জানিয়েছে, বিশ্বে এ বছর তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বড় ধরনের লোকসান গুণতে হবে এবং তা বছর শেষে দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার কোটি ডলার। ফিচ রেটিং আরো জানিয়েছে, এ শিল্প খাতের লোকসানের আরো ৬ গুণ বেশি ক্ষতি বহন করতে হবে সহায়ক শিল্পগুলোকে।-আরটি। কোভিডের কারণে এবছর কর্পোরেট রাজস্ব হ্রাস পাবে ৫ ট্রিলিয়ন ডলার। তেল ও গ্যাস খাতে রাজস্ব আদায় হ্রাস পাবে ৪০ শতাংশ। তেলের দর ২০ ডলারের নিচে নেমে যাওয়ার পর তা পুনরুদ্ধার হতে শুরু করলেও লকডাউনের ধকল কাটিয়ে উঠতে পারেনি এবং এর চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লোকসানও হ্রাস পেতে শুরু করবে। আরটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন