অন্য এক নারীর সঙ্গে পার্টিতে সময় কাটাবার অভিযোগে অভিনেত্রী লিনজি লোহান তার প্রেমিক ইগর টারাবাসভকে প্রকাশ্যে শাসিয়েছেন।
টাবারাসভকে এক নারীর সঙ্গে দেখার পর লোহান টুইটারে ছবি আর ভিডিও পোস্ট করে তার রুশ প্রেমিকটির ওপর ঝাল ঝেড়েছেন। একই সময় তিনি ২৩ বছর বয়সী রুশ ব্যবসায়ীটিকে প্রথমবারের মত তার ‘বাগদত্ত’ বলেও উল্লেখ করেছেন।
তিনি তার টুইটার পোস্টে নারীটিকে একজন রুশ পতিতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন : “আমার মনে হয় ২৩ বছর বয়সে আমিও একই রকম ছিলাম সেটা ছিল এক বিপর্যস্ত সময়... ২৬/২৭-এ অবশ্য তা বদলে যায়।”
টারাবাসভের অ্যাকাউন্টে ট্যাগ করে তিনি লিখেন : “আর রাতে বাড়ি না ফিরবার জন্য ধন্যবাদ। খ্যাতি মানুষকে বদলে দেয়।”
এই মাসের প্রথম দিকেও টারাবাসভের সঙ্গে ‘মিন গার্লস’ তারকাটির সঙ্গে আরেকবার ঝগড়া হয়েছিল। সে সময় তারা গ্রীসে সময় কাটাচ্ছিলেন। ঝগড়ার এক পর্যায়ে অভিনেত্রীটি তার ফোনটি রেগে সাগরে ফেলে দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন