শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

খেলোয়াড়দের সালাউদ্দিনের উপদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৭:০১ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে যখন সব খেলা বন্ধ তখন নিজেদের খেলোয়াড়দের উপদেশ দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন,‘আজকে আমি কাজী মো. সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি একজন স্বাধীনবাংলা ফুটবল দলের খেলোয়াড়, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়, আবাহনীর অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে কথাগুলো বলছি- আমার একটা ছোট উপদেশ থাকবে বাংলাদেশের ইয়ং এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে। করোনাভাইরাসের কারণে আজ ২/৩ মাস যাবৎ ফুটবল খেলা বন্ধ আছে। আমার উপদেশ থাকবে তাদের কাছে ভোর বেলা যখন জনগণের চলাচল কম থাকে, বিশেষ করে ভোর ৬ টার দিকে প্রতিদিন ১০ হতে ১২ মাইল জগিং করে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ জিম ও ছোট জায়গায় নিজেই ফুটবল অনুশীলন যেন করে। ৩ মাস ৪ মাস হয়ে গেছে তোমরা ফুটবল খেলছো না, এতে তোমাদের কোয়ালিটি অনেক নেমে যাবে। আমি আমার নিজের জীবন থেকে বলছি, যখন বড় হচ্ছিলাম ১৯৬৯/৭০ সালের দিকে তখন দেশে অনেক হরতাল/কারফিউ হতো, তখন আমি আমার বাড়ীর পিছনে লনে প্রায় ৩/৪ ঘন্টা অনুশীলন করতাম। পরবর্তীতে যখন ফুটবল খেলা শুরু হলো তখন আমার মনে হয়নি আমি খেলার বাহিরে ছিলাম। এই উপদেশটা আমি ইয়ং এবং সিনিয়র খেলোয়াড়দের দিচ্ছি। লিগ তো শুরু হবে আজ, না হয় কাল, না হয় দু’দিন পরে। ফুটবল ক্যারিয়ারটি কিন্তু অনেক শর্ট। আপনি যেন আপনার ক্যারিয়ারটি ধরে রাখতে পারেন, ফুটবল খেলে সবাইকে পরিচিতি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজেকে প্রটেক্ট রাখবেন। ধন্যবাদ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন