শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০

অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসারের মৃত্যু

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৬:৪৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসার আনোয়ার হোসেনের (৬৩) মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মৃত মাওলানা আহম্মদ আলী সরকারের পুত্র।

আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী সহ বিভিন্ন জায়গার সমাজসেবা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসর জীবনে পরিবার সহ বগুড়ার কলোনীতে বসবাস করে আসছিলেন। মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, আনোয়ার হোসেন করোনা পজেটিভ ছিলেন। বুধবার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, নতুন ১২জন সহ উপজেলায় ৮৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়ও রংপুর পিসিআর এর একটি সূত্র বুধবার বিকাল সাড়ে ৬টায় জানিয়েছেন, গোবিন্দগঞ্জে নতুন করে আরো ৭জনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯০জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন