করোনায় আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ লতিফ বকসী ইনকিলাবকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। একই সঙ্গে দেশবাসীর দোয়া চেয়েছেন।
এর আগে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন