শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেপালের অ্যাসেম্বলিতে নয়া মানচিত্র অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:০২ এএম

নেপালের মানচিত্রে যুক্ত করা হয়েছে তিনটি অংশ যা এতদিন ভারত ব্যবহার করে এসেছিল। নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর এবার থেকে নতুন সরকারি ম্যাপ তৈরি হয়ে গেল। গতকাল বৃহস্পতিবার সেই সংশোধনী পাশ হল অ্যাসেম্বলিতে। এখন থেকে নেপালের সরকারি মানচিত্রে কালাপানি দেখা যাবে। তার মধ্যে রয়েছে ভারতের নিজস্ব ভ‚মি বলে দাবি করা তিনটি এলাকা। কালাপানি এলাকা এখন নেপালের মানচিত্রে। নেপালের অ্যাসেম্বলিতে ৫৭ শতাংশ ভোট পড়েছে নতুন মানচিত্রের সমর্থনে। এবার থেকে নেপালের মানচিত্রের অংশ হবে ভারতের দাবিকৃত তিনটি এলাকা। কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ এই তিনটি অংশকে নিজেদের মানচিত্রে প্রকাশ করেছে নেপাল সরকার। কয়েকদিন আগে বিহারে নেপাল সীমান্তে গুলি চালায় নেপালের সেনা। তাতে এক ভারতীয়ের মৃত্যু হয়। ভারতীয়কে নেপাল সেনা টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরে অবশ্য ছেড়ে দেয়া হয়। বন্ধুত্ব রয়েছে বত্ব রয়েছে যদিও নেপাল ভারতের তিনটি এলাকাকে নিজেদের মানচিত্রে সামিল করেছে। তাতে দুই দেশের বন্ধুত্বের কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জানিয়েছিলেন নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত রয়েছে। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। লাদাখে ১৫ জুন যেভাবে গালওয়ান ভ্যালির দখল নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে তাতে অত্যন্ত বিরক্ত ভারত। ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। কিছুদিন আগে নয়া ম্যাপ প্রকাশ করে নেপাল। আর সেই ম্যাপে নেপালের অন্তর্গত হিসেবে দেখানো হয় লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এলাকাকে। স‚ত্র : ওয়েবসাইট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মহসিন ২০ জুন, ২০২০, ৯:৩৩ এএম says : 0
ভারতের কারণে প্রতিবেশী সব রাষ্ট্র বিরক্ত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন