বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভূমিকম্প ও ঘরবাড়ি ধসে নেপালে নিহত ৬

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১০:১৮ এএম | আপডেট : ১০:২২ এএম, ৯ নভেম্বর, ২০২২

নেপালে মাঝারি মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়ে অন্তত ৬ জনের মৃত্যুর খবর এসেছে। দেশটির পশ্চিমাঞ্চল মঙ্গলবার রাত ২টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর-ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে দিপায়ল শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা ভোলা দত্তের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নেপালের দোতি জেলায় অন্তত আটটি ঘরবাড়ি ভেঙে পড়েছে, ছয় জনের মৃত্যু হয়েছে সেখানে। আরও অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

গভীর রাতের এই ভূকম্পন অনুভূত হয় ভারতের উত্তরাঞ্চল, এমনকি রাজধানী নয়া দিল্লি থেকেও। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন।


এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে নেপালের একই এলাকায় আরও একটি ভূমিকম্প হয়। ইউএসজিএস জানিয়েছে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ছিল দিপায়লের কাছেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন