শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভুটানকে হারিয়ে টিকে থাকলো নেপাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের কাছে ৩-১ ব্যবধানে হেরে আসর শুরু করেছিল নেপাল। নিজেদের প্রথম ম্যাচে ভুটানও ১২-০ গোলে বিধ্বস্ত হয়েছিল শক্তিশালী ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে ছিল নেপাল ও ভুটান। ফলে দ্বিতীয় ম্যাচটি উভয়ের জন্যই ছিল বাঁচা-মরার লড়াই। যে লড়াইয়ে জিতল নেপাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালীরা চারবার বল জাড়ালো ভুটানের জালে। রোববার বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফরোয়ার্ড আমিশা কারকির হ্যাটট্রিকে ৪-০ ব্যবধানে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো নেপাল। আমিশার তিন গোল ছাড়াও বিজয়ী দলের হয়ে আরেক গোল করেন অধিনায়ক প্রীতি রায়। নেপাল টিকে থাকলেও টানা দুই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়লো ভুটান।

রোববার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নেপালের হাতে। ম্যাচে দাঁড়াতেই পারেনি ভুটান। আক্রমণের পর আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে নেপালের ফরোয়ার্ডরা। তারপরও প্রথম গোল পেতে কিছুটা সময় লেগেছে তাদের। ম্যাচর ১৯ মিনিটে প্রথম গোল পায় বিজয়ীরা। এসময় আমিশা কারকি বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে ভুটানের গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত শটে গোল করেন (১-০)। এরপর ভুটানের ডিফেন্ডারদের প্রতিরোধের মুখে দ্বিতীয় গোল পেতে নেপালকে প্রায় ২৬ মিনিট অপেক্ষায় থাকতে হয়। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+২ মিনিট) আমিশার গোলেই ব্যবধান দ্বিগুণ করে নেপাল। বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ কাটিয়ে আড়াআড়ি শটে জাল কাঁপান আমিশা (২-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়ে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল আদায় করে নেয় হিমালয় কন্যারা। ম্যাচের ৬১ মিনিটে অধিনায়ক প্রীতি রায় নেপালের পক্ষে তৃতীয় গোলটি করেন (৩-০)। দুই মিনিট পর মাঝমাঠ থেকে বল পেয়ে ভুটানের গোলরক্ষক সোনাম পেলডেনকে কাটিয়ে নিঁখুত শটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন আমিশা কারকি (৪-০)। রাউন্ড রবিন লিগে ভুটান শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর নেপাল মুখোমুখি হবে ভারতের। ম্যাচ দু’টি মাঠে গড়াবে মঙ্গলবার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন