ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- মোছা. মুরসালিন (২০), জালাল উদ্দিন (৭৫) ও মরিয়ম বেগম (৬৫)।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, মুরসালিন নামের ওই তরুণী বৃহস্পতিবার সন্ধ্যায় এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। শুক্রবার ভোর পাঁচটায় তাঁর মৃত্যু হয়। তিনি নান্দাইল উপজেলার পাচরুখি গ্রামের বাসিন্দা। একই হাসপাতালে বেলা সাড়ে ১১টায় জালাল উদ্দিন নামে অপর এক বৃদ্ধের ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনা পজিটিভ হওয়ার পর শুক্রবার ভোরে এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি হাসপাতালের পার্শ্ববর্তী কালিবাড়ি এলাকার বাসিন্দা। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ময়মনসিংহ শহরের সেহড়া এলাকার মরিয়ম বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়। তিনি ১৩ জুন করোনা পজিটিভ হওয়ার পর থেকে এস কে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।
এ নিয়ে শুক্রবার বিকেল পর্যন্ত ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হল। এ পর্যন্ত জেলায় ১ হাজার ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন