শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের মৃত্যু

বেঁচে থাকার নমুনায় ফলাফল পজেটিভ, মৃত্যুর পরের নমুনায় নেগেটিভ

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৬:০২ পিএম

পঞ্চগড়ে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে মারা যাওয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৭৫) নামে মুক্তিযোদ্ধার মৃত্যুর আগে নেয়া নমুনার পরীক্ষায় ফলাফল পজেটিভ এসেছে। তবে মৃত্যুর পর পরই নেয়া নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ ছিল। মৃত্যুর আগে নেয়া নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা সংক্রমিত ছিলেন বলে বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান জানান। মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পঞ্চগড় সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

জেলা স্বাস্থ্য বিভাগ ও মৃত মুক্তিযোদ্ধার পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিনের অ্যাজমা রোগী আব্দুস সামাদের মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হতো। গত ১১ জুন তাঁর জ্বর ও কাশির সঙ্গে শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ জুন সকালে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। এছাড়া তাঁর বুকের এক্স-রে সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। পরে তাঁর এক্স-রে প্রতিবেদনে ফুসফসে সংক্রমণ দেখা দিলে চিকিৎসকেররা বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর পর তাঁকে আইসিইউতে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় চিকিৎসকেরা তাঁকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করেন। পরে ওইদিনই রাত আটটার দিকে সিএমএইচের আইসিইউ কক্ষে নেয়া মাত্র তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরপরই সিএমএইচ কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করে। পরদিন ১৪ জুন সিএমএইচে নেয়া নমুনার পরীক্ষার ফলাফলে করোনা নেগেটিভ আসে। এদিকে ১৩ জুন সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে সেই পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৯ মে) সন্ধায় পাওয়া যায়। এতে ওই মুক্তিযোদ্ধার রেজাল্ট পজেটিভ আসে।
সিভিল সার্জন মো. ফজলুর রহমান বলেন, ওই মুক্তিযোদ্ধা মৃত্যুর আগে আমরা যে নমুনা সংগ্রহ করেছি তাতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর পরে রংপুরে তাঁর নমুনা নেওয়া হয়েছিল সেই পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে আমরাও শুনেছি। তবে আমাদের পরীক্ষায় পজিটিভ এসেছে এটাকেই আমার সঠিক হিসেবে ধরি। মৃত্যুর পর অনেক সময় পরীক্ষায় নেগেটিভ আসতেও পারে। বিশেষ ক্ষেত্রে যাকে আমরা ফলস নেগেটিভ হিসেবে ধরে থাকি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন