বিনোদন ডেস্ক : পাহাড় চাপা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত মঙ্গলবার নেপালে এ ঘটনা ঘটে। অনন্য মামুনের পরিচালনাধীন ‘আমি তোমার হতে চাই’ সিনেমার শুটিংয়ে মিম এখন নেপালে অবস্থান করছেন। সিনেমাটির তিনটি গানের শুটিং করতে ইউনিট সেখানে রয়েছে। ফেসবুকে মিম ঘটনার বর্ণনা দিয়ে মিম বলেন, অল্পের জন্য বেঁচে গিয়েছি। কাটমান্ডু থেকে পোখরা যাবার সময় হঠাৎ করেই আমাদের গাড়ির সামনে পাহাড় শুরু হয়। ভয়ে মরেই যাচ্ছিলাম আর ভাবছিলাম আমাদের গায়ের উপর এসে পড়বে! আর এই প্রথম এরকমটা দেখতে পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন