বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী ঈশিকা খানকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে তার বাসার গৃহকর্মী। গত মঙ্গলবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে ঈশিকা জানান, সোমবার রাতে বাসার সবাইকে চা খাওয়ায় তাদের গৃহকর্মী। চায়ের সাথে অতিরিক্ত মাত্রার ঘুমের ওষুধ মেশানোয় সবাই ঘুমিয়ে পড়ে। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার পর যখন গৃহকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না তখনই সন্দেহ হয়। এরপর আলমারি ও অন্যান্য জায়গায় খুঁজে দেখি সব স্বর্ণালঙ্কার ও দরকারি আরো অনেক কিছু খোয়া গেছে। স্বর্ণালঙ্কার ও খোয়া যাওয়া জিনিসপত্রের মূল্যমান কত হবে তা জানি না। তবে স্বর্ণালঙ্কারের পরিমাণ প্রায় ৩৮ ভরি হবে। আর নগদ প্রায় এক লাখ টাকা ছিল। উল্লেখ্য, কিছুদিন আগে ঈশিকার বিয়ে হয়। বিয়েতে তিনি এসব স্বর্ণালঙ্কার উপহার হিসেবে পান। চুরির বিষয়ে ঈশিকার মা থানায় জিডি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন