বিনোদন ডেস্ক : বিশ্বের অনেক দেশে গান করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তবে অস্ট্রেলিয়ায় কখনো গান করা হয়নি তার। এবারই প্রথম অস্ট্রেলিয়ায় গান করতে যাচ্ছেন এই শিল্পী। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে যাবে। ১৭ সেপ্টেম্বর সিডনির ওরিয়ন সেন্টারে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। সন্ধ্যা ৬টা থেকে মাঝরাত পর্যন্ত অনুষ্ঠান চলবে। ইতোমধ্যে অনুষ্ঠানটির আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিকে কুমার বিশ্বজিৎ এখন স্টেজ শোর পাশাপাশি এখন একক গান ও প্লেব্যাকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাসখানেক আগে প্রকাশিত হয়েছে তার প্রথম মিউজিক্যাল ফিল্ম সারাংশে তুমি। তার প্রথম দ্বৈত অ্যালবামটিকেই চলচ্চিত্রে রূপ দেয়া হয়েছে। অ্যালবামটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে গান গেয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা ও ন্যান্সি। সিনেমাটির টিভি প্রিমিয়ার হয়েছে একুশে টেলিভিশনে। এতে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন