শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচবিবিতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মৃত্যু

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ২:৪২ পিএম

আজ বুধবার ভোর রাতে জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে মিন্টু (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব জানায় , রতনপুর সুইচগেট এলাকায় মাদক বেচা-কেনার সংবাদ পেয়ে জয়পুরহাটের র‌্যাব-৫ সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এসময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৫০২ পিস ফেনসিডিল, ১২০০পিস ইয়াবা টেবলেট, ১টি সুটার গান, ৩টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৮রাউন্ড গুলি উদ্ধার করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন মাদক ব্যবসায়ী মিনটুর বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় ১৮/১৯টি মাদকের মামলা রয়েছে।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন