শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তালায় করোনা পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা দেওয়ার পর ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ২:২৯ পিএম

সাতক্ষীরার তালা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসার পরদিনই শুক্রবার (২৬ জুন) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বজলুর রহমান গাজী (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলা সদর বারুইহাটী গ্রামের সরফুদ্দীন গাজীর ছেলে । তিনি একজন মুদি ব্যবসায়ী।
শুক্রবার ভোর রাতে নিজ বাড়িতেই তিনি মারা যান।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মুদি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন আমের ব্যবসা করতেন বজলুর রহমান। বেশ কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকালে তালা হাসপাতালে নমুনাও দিয়ে আসেন তিনি। শুক্রবার ভোর রাতেই নিজ বাড়িতে তিনি মারা যান।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন