বিনোদন ডেস্ক : নিশোর সাথে তিশার অনেক দিনের সম্পর্ক হলেও ইদানীং তাদের মোটেও ভালো কাটছে না। সম্পর্কটাকে গুরুত্ব দেয় না মারুফ। সারাক্ষণ গেমস, মুভি, ফ্রেন্ডস-এসব নিয়ে ব্যস্ত থাকে। এক সময় তাদের ব্রেকআপ হয়ে যায়। শর্ত হচ্ছে কেউ কারো পরিচিত, এলাকা, বন্ধু বা কোন মিউচুয়াল ফ্রেন্ডদের সাথে প্রেম করতে পারবে না। কিন্তু দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড কমন পড়ে যায়। কিংবা যেখানে মিউচুয়াল কোন ব্যাপার থাকে না সেখানে পাত্র-পাত্রীর মধ্যে কোন না কোন বিরক্তিকর ব্যাপার থাকে বলে সম্পর্ক আর টেকে না। দুজনেই যার যার মত বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু কোন না কোন একটা ঝামেলা লেগেই যায় তাদের মধ্যে। অবশেষে তারা আবার আগের সম্পর্কে ফিরে যায়- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ব্রেকআপ থিওরি’। রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, তিশাসহ আরও অনেকে। আজ ২৯ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন