বিনোদন ডেস্ক : গত ঈদে ইউটিউবে এবং নিজের ওয়েবসাইটে নিজের ৪১তম অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। এরইমধ্যে প্রায় সত্তর হাজারেরও বেশি শ্রোতা গানগুলো শুনেছেন। দশটি গানের সমন্বয়ে ইউটিউবে ছাড়া অ্যালবামের প্রায় প্রতিটি গানের জন্যই মনির খান বেশ সাড়া পাচ্ছেন। অ্যালবামের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মিল্টন খন্দকার। এই অ্যালবামের ‘তোমার খোপায় জড়ানো ফুল’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে এবং ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন টল বিশ্বাস। মনির খান বলেন, ‘এখন আসলে অ্যালবাম আগের মতো চলে না। তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অ্যালবাম প্রকাশের কথা ভাবতে হয়। নতুন মিউজিক ভিডিওটি শ্রোতা দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করেই করা। খুব ভালো একটি মিউজিক ভিডিও হয়েছে। আশাকরি ভালোলাগবে সবার।’ উল্লেখ্য, মনির খানের ৪১ তম অ্যালবামের আলোচিত গানগুলো হচ্ছে ‘বিধাতা বলে যদি তুমি কী চাও’, ‘চলো সে বাঁধনে বাধা পড়ি দুজনায়’, ‘জানি তুমিও সুখে নেই’, ‘মা’, ‘লীলাবতী’, ‘অঞ্জনা’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন