শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার ব্যবসায় যুক্ত হলেন অভিনেত্রী অহনা

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী অহনা রহমান। ‘অহনা’স ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান তিনি চালু করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ইভেন্ট বেশ সফল্যের সাথে শেষও করেছেন। ব্যবসা প্রসঙ্গে অহনা বলেন, ‘আমি মনে করি, শিল্পীদের অভিনয়ের পাশাপাশি অন্যকিছু একটা করা উচিৎ। তাতে স্বাবলম্বী থাকা যায়। তাছাড়া যেহেতু আমার এখনো বিয়ে হয়নি, বিয়ের পর যদি শ্বশুর বাড়ি থেকে আমার অভিনয় করা নিয়ে আপত্তি থাকে তখন এই ব্যবসা নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে পারবো। কারণ আমি সবসময়ই আত্মনির্ভরশীল একজন মানুষ। তাই বিয়ের পরও যেন নিজেকে সিঠিকভাবে চালাতে পারি সেই ভাবনা থেকেই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছি।’ অহনা জানান, শীঘ্রই উত্তরায় একটি বিউটি পার্লার’ও উদ্বোধন করবেন। বিয়ে প্রসঙ্গে অহনা বলেন, ‘বিয়ে নিয়ে আপাতত কোন পরিকল্পনা নেই। জানিও না কবে বিয়ে করবো। সব আল্লাহর ইচ্ছে।’ এদিকে অহনা রুলিন রহমানের নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘নিশি রাতের গল্প’তে কাজ করা নিয়ে এখন ব্যস্ত। এছাড়া কায়সারের ‘রূপালী প্রান্তর’, এস এ হক অলিকের ‘আয়না ঘর’ সৈয়দ শাকিলের ‘শান্তি অধিদপ্তর’, মুজিবুল হকের ‘মন থেকে দূরে’ ধারাবাহিকগুলোতে অভিনয় করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tania ২৯ জুলাই, ২০১৬, ১২:৪২ পিএম says : 0
good decision
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন