চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া থেকে কামরুন নাহার পুতুল নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত পুতুল হচ্ছে, কানসাট পুকুরিয়ার বেনাউল ইসলামের ছেলে চঞ্চলের স্ত্রী। এর আগে পুতুলের আরও একটি বিয়ে হয়েছিল। তবে আগের স্বামীর সাথে ছাড়াছাড়ির পর চঞ্চলকে বিয়ে করে পুতুল। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পুতুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের গলায় কালো দাগ রয়েছে। তাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। এদিকে মৃতের মামা রুবেলের দাবি, তার ভাগ্নিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন