শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মাছরাঙা’র ৫ম বর্ষপূর্তি

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মাছরাঙা টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি। ‘রাঙাতে এলো মাছরাঙা’ শ্লোগান নিয়ে ২০১১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেলটি। যাত্রালগ্ন থেকে মাছরাঙা বাংলাদেশকে ধারণ করার চেষ্টা করে। বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এর নানামাত্রিক আয়োজন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পথচলার পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পদার্পন করার দিনটিকে রাঙিয়ে তুলতে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭টায় সরাসরি অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ গান পরিবেশন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস আরা ও লোকসংগীতের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘হেলমেট’। আইভানহো মুকিতের রচনা ও ময়ূখ বারীর পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয়, সাবিলা নূর, কায়েস চৌধুরী প্রমুখ। রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘রাঙা রাত’। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। লিজার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাবেদ ইকবাল তপু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন