বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বদরুল আনাম সৌদের অনুদানের সিনেমা ‘গহীন বালুচর’ সিনেমায় তিনি অভিনয় করবেন। এর গল্প-চিত্রনাট্য-সংলাপ করেছেন পরিচালক নিজে। এর প্রধান দুই পাত্র-পাত্রী এখনও চ‚ড়ান্ত হয়নি। তবে সুবর্ণা মুস্তাফাসহ অন্যান্য চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা, সাজু খাদেমসহ আরো অনেকেই। গ্রামীণ পটভ‚মিতে নিটোল ভালোবাসার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। এতে দেশের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকের আয়োজনে পাঁচটি গান থাকবে। সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির প্রথম অংশের শুটিং হবে। বাকি কাজ হবে ডিসেম্বর থেকে শেষ জানুয়ারি পর্যন্ত। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন