শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত ১১০৯২ জন পুলিশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০১ এএম

পুলিশ সদস্যদের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৩৪ পুলিশ। এ নিয়ে পুলিশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯২ জনে, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। আর এখন পর্যন্ত ৭ হাজার ৯০ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত পুলিশের ৪৪ জন সদস্য চলমান করোনা যুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। পুলিশ সদর দফতর সূত্রে এ সব তথ্য জানা গেছে।
পুলিশ সদর দফতর ও বিভিন্ন ইউনিটের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১১ সদস্য, যা গতকাল ছিল ২ হাজার ৩০৩ জন। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২ হাজার ২৫৯ সদস্যকে কোয়ারেন্টিনে এবং ৪ হাজার ৫৫৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রæত বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন