শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে সুস্থ আরো ১১৮ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরো ১১৮জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ সাত হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে বাসায় থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭২ জন। আর হাপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৫২। সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ।
গত চব্বিশ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২২১ জন। মৃত্যুর হার ১.৬ শতাংশ। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। গত চব্বিশ ঘণ্টায় ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬৯ জনে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে করোনায় শনান্তের হার ও মৃত্যু দুটোই কমছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হলে সংক্রমণ আরো কমে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন