শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৭৩ শতাংশই পুরুষ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে পুরুষরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত আক্রান্ত ১৪ হাজার ১০১ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ২৯৮ জন। আর বাকি তিন হাজার ৮০৩ জন মহিলা। মোট আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৩ ভাগ, নারী ২৭ ভাগ। চিকিৎসকেরা বলছেন, পুরুষরা ঘরের বাইরে যাচ্ছেন। এই কারণে তাদের মধ্যে সংক্রমণ হচ্ছে বেশি। কর্মজীবী নারীরাও আক্রান্ত হচ্ছেন। আবার আক্রান্ত ঘরের পুরুষ সদস্যের সংস্পর্শে এসেও অনেক নারী আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হারে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৫০ বছর বয়সী ৬৮ শতাংশ। তবে তাদের সুস্থতার হারও বেশি।
গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরো ৬৮ জন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১১২ জন। বাসায় থেকে সুস্থ হয়েছেন আরো সাত হাজার ২৭ জন। মোট সুস্থ ৯ হাজার ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০০৮ জনের নমুনা পরীক্ষা করে আরো ১১৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ শতাংশ। চট্টগ্রামে করোনার শয্যা খালি আছে ৭০৫টি আর আইসিইউ খালি ৩৭টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন