বিনোদন ডেস্ক : এস এ হক অলিক পরিচালিত ব্যবসা সফল সিনেমা হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনা করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। তারপর আর তিনি প্রযোজনা করেননি। এর কারণ সম্পর্কে রিয়াজ বলেন, আমরা অভিনেতারা অনেক কষ্টে দীর্ঘদিনের পরিশ্রমে আয় করা টাকা দিয়ে প্রযোজনা করি। কিন্তু সেই লগ্নিকৃত টাকাটা যখন সঠিকভাবে তুলে আনতে পারি না, তখন খারাপ লাগে। আর প্রযোজনার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা ভালো না। তাই আপাতত প্রযোজনার ইচ্ছা নেই। তবে হৃদয়ের কথার মত মন ছুঁয়ে যাওয়া গল্প পেলে ও চলচ্চিত্রের বিভিন্ন সেক্টরের দুর্নীতিগুলো কমলে আবার প্রযোজনা করতে পারি। এদিকে রিয়াজ অভিনীত সর্বশেষ দুটি সিনেমা মুক্তি পায়। একটি সুইটহার্ট, অন্যটি কৃষ্ণপক্ষ। বর্তমানে তার হাতে নতুন কোনো সিনেমা নেই বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন