শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:৩২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

তিনি আজ এক শোক বার্তায়, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কর্মজীবনে ফারুক কাজী প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এবং দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পেশাগত জীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বার্তা সংস্থা ইউএনবি, ডেইলি অবজারভারসহ বিভিন্ন সংবাদ পত্রিকায় কাজ করেন।

ফারুক কাজী আজ শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সূত্র: বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Shah Alam Khan ৩ জুলাই, ২০২০, ৮:৩২ পিএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার পরিবারের পক্ষথেকে এবং কানাডা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি হিসাবে সংগঠনের পক্ষ থেকে প্রয়াত সিনিয়র সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছি ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সাথে সাথে আমি মরহুমের রেখে যাওয়া পরিবারের সকল সদস্যদেরকে সমবেদনা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করছি আল্লাহ্‌ যেন ওনাকে জান্নাত বাসী করেন। আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন