সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদস্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহসান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
শুক্রবার (৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মারা যান বিচারপতি নাজমুল আহসান। চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অন্যান্য জটিলতায়ও বেড়ে যায় তার।
এর আগে গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। তবে তার সাথে নিয়োগ পাওয়া অপর তিন বিচারপতি শপথ গ্রহণ করলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি নাজমুল আহসান। সুস্থ্য হয়েই শপথ নেয়ার কথা ছিল সদ্য প্রয়াত এই বিচারপতির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন