শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাইকেলে স্কটল্যান্ড থেকে গ্রিসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

স্কটল্যান্ডের এবারডিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ক্লেওন। তার মা-বাবা থাকেন গ্রিসের মেলিসিয়া শহরে। লকডাউন শুরু থেকেই বাড়ি ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ট্রেন, বাস না চলায় বাড়ি ফেরার ইচ্ছে থাকলেও কোনো উপায়ই ছিল না। তিনি ঠিক করেন লকডাউনের নিয়ম মেনেই বাড়ি ফিরতে হবে। তাই দু-চাকার যানটিকেই সঙ্গী বানিয়ে নেন ক্লিওন। স্কটল্যান্ড থেকে গ্রিস যাবেন সাইকেলের প্যাডেল চেপেই! দূরত্ব ৩,২১৮ কিলোমিটার। তিন-চার শ’ মাইল হলেও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু এই পথের বাড়ি আসার পথটাই যে এটা, তাই বাধ্য হয়ে পিঠে ৩০ কেজি ওজনের ব্যাগ নিয়ে রওনা দেন ক্লেওন পাপাডিমিত্রিউ। ক্লেওনের যাত্রা শুরু হয় ১০ মে। হল্যান্ড চলে আসেন নৌকায়। এরপর দু’চাকায় চেপে পার হন জার্মানি, অস্ট্রিয়া, ইতালি। ইতালি পৌঁছে ফের নৌকায় চড়ে চলে যান গ্রিসের পাত্রানসে। সেখান থেকে ফের সাইকেল। এভাবেই তার সাত সপ্তাহ কেটে যায়। আর একটা সময়ে পৌঁছেও যান নিজের শহর মেলিসিয়ায়। ইন্টারনেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন