শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১১:৫২ এএম

মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, ইসরায়েলিরা মানবতার শত্রু, মুসলমানদের শত্রু। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে তাদের বাকি ভূমিটুকুও জবর-দখলের জন্য। অথচ পাশ্চাত্যের মানবতার সেবকরা এখন নীরব দর্শক। আর মুসলমানরা ব্যস্ত নিজেদের মধ্যে হানাহানিতে।
পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে মাহাথির বলেন, ‘আমি জানি বিশ্বে বড় বড় শক্তি রয়েছে যারা মুসলিম দেশগুলোতে অস্থিতিশীলতা দেখতে চায়। এজন্য তারা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে রাখে। আর এটা মূলত ইসরায়েলকে সহায়তা করার মতো। কারণ ইসরায়েলকে মুসলমানদের মারতে হবে না। মুসলমানরা পরস্পর নিজেরাই লড়াই করে মরবে।’
এ জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।
সম্প্রতি লেবাননের আল মায়াদিন টিভি’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন মাহাথির বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত বন্ধ করে ফিলিস্তিনিদের জমি দখল করে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ফিলিস্তিনের ভূমি দখল করে পুরো ইসরায়েল তৈরি করা হয়। সেই কারণেই আমরা সবসময় ইসরায়েল গঠনের বিপক্ষে ছিলাম। দুর্ভাগ্যক্রমে, বড় শক্তি ইসরাইলকে সমর্থন করেছিল এবং তারা ফিলিস্তিনের ভূমি দখল করেছিল।’
তিনি আরো বলেন, এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার। তা না হলে বিশ্ব মানচিত্র থেকে মুসলিম দেশ ফিলিস্তিন একেবারেই হারিয়ে যাবে। সূত্র: জেরুজালেম পোস্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন