শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাইডেন একজন ইসলামবিদ্বেষী নেতা : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ইসলামবিদ্বেষী ও ‘অকার্যকর’ নেতা হিসাবে বর্ণনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিখ্যাত রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। তিনি তাইওয়ানের সঙ্কটের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ররোচনা দেয়ারও অভিযোগ করেছেন।

গত শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, ‘একভাবে বাইডেন অত্যন্ত ইসলামবিরোধী, তিনি ন্যায্য কাজ করছেন না। তিনি ইসরাইলকে সব ধরনের অপরাধ, গণহত্যা করতে দেন এবং এর বিরুদ্ধে তিনি কিছুই করেন না। ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সঙ্কটের জন্য দায়ী ইহুদিদের সমালোচনা করার কারণে ইহুদি বিরোধিতার অভিযোগে অভিযুক্ত মাহাথির বলেছেন, বাইডেন ইহুদিদের সমর্থন করেন’।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও সমালোচনা করেন। মাহাথির বলেন, ‘ন্যাটো যা করছে, ইইউ যা করছে তা হল আরো কিছু উসকানি দেয়া এবং ইউক্রেনীয়দের যুদ্ধ করতে বলা।’ ‘তারা ইউক্রেনকে (ন্যাটোতে) গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা করেনি।’

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে যুদ্ধের প্ররোচনা দেয়ার জন্য অভিযুক্ত করে বলেন, ‘চীন তাইওয়ানকে নিজের মতো থাকতে দিয়েছে। সমস্যা নেই. তারা আক্রমণ করেনি। আক্রমণ করতে চাইলে তারা আক্রমণ করতে পারত, তারা করেনি। কিন্তু আমেরিকা (তাদের) উস্কানি দিচ্ছে যাতে একটি যুদ্ধ হতে পারে, যাতে চীনারা তাইওয়ান দখল করার চেষ্টা করার মতো ভুল করে।’ ‘তাহলে তাইওয়ানকে সাহায্য করার নামে তাদের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করার, এমনকি চীনের বিরুদ্ধে যুদ্ধ করার মার্কিন যুক্তরাষ্ট্র অজুহাত পাবে,’ তিনি যোগ করেছেন।
দীর্ঘদিন ধরে পশ্চিম এবং এর ভূ-রাজনীতির সমালোচক হিসেবে পরিচিত মাহাথির সতর্ক করেন যে, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং অন্যরা তাইওয়ানে সাম্প্রতিক সফরের মাধ্যমে চীনের বিরোধিতা করছে। চীন স্ব-শাসিত দ্বীপটিকে তার ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং এ ধরনের সফরকে তার বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে।

পেলোসির সফরের পর চীন দ্বীপটিকে ঘিরে বড় আকারের সামরিক মহড়া শুরু করে এবং সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বেইজিং ওয়াশিংটনকে সতর্ক করেছে যে, তাইওয়ানকে তার প্রকৃত স্বাধীনতাকে স্থায়ী করার চেষ্টা করতে উৎসাহিত না করার জন্য, চীন বলেছে যে, একটি পদক্ষেপ যুদ্ধের দিকে নিয়ে যাবে। মাহাথিরের মন্তব্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
সুলতান আহমদ ২১ আগস্ট, ২০২২, ৬:৫৯ এএম says : 0
আমার প্রিয় নেতা মাহথির মোহাম্মদ
Total Reply(0)
Md Ali Azgor ২১ আগস্ট, ২০২২, ৬:৫৯ এএম says : 0
বাইডেন তার প্রতিদ্বন্দী রাশিয়াকে যুদ্ধে লিপ্ত করার পর আরেক প্রতিদ্বন্দ্বী চায়নাকে যুদ্ধে লিপ্ত করতে চাইছেন।
Total Reply(0)
Shahasoza Jaffry Bindo ২১ আগস্ট, ২০২২, ৬:৫৯ এএম says : 0
মাথির মোহাম্মদ এমন একজন সৎ ও যোগ্য নেতা যিনি কোন প্রকার বেহুদা কথা বলে ওনার মূল্যবান সময় নষ্ট করেন না। ওনার সাথে তুলনা করার মত নেতা বিশ্বে অনেক কম নেতা আছে। ওনি যা বলেছে কোটি কোটি মানুষের মনের কথাই বলেছে। যুদ্ধ লাগিয়ে যারা মানুষের অর্থনীতি ও শান্তি প্রিয় মানুষদের অশান্তি সৃষ্টি করার জন্য লেগে থাকে মূলত তাহারাই ক্ষতিগ্রস্ত।
Total Reply(0)
রিপন ঢালি ২১ আগস্ট, ২০২২, ৬:৫৯ এএম says : 0
আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য হলেও আমেরিকা এখনো আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
Total Reply(0)
Ismail Sagar ২১ আগস্ট, ২০২২, ৭:০০ এএম says : 0
অপ্রিয় সত্যকথাগুলো বলার জন্য মাহথির মোহাম্মদকে ধন্যবাদ।
Total Reply(0)
আমান ২১ আগস্ট, ২০২২, ৭:০০ এএম says : 0
বাইডেন একজন প্রকৃত যুদ্ধবাজ নেতা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ তিনি সৃষ্টি করেছেন।
Total Reply(0)
আহমদ হোসেন ২১ আগস্ট, ২০২২, ৭:০০ এএম says : 0
মধ্যবর্তী নির্বাচনে বাইডেনের পরাজয় নিশ্চিত। তাই জেতার জন্য বাইডেনেরে যুদ্ধ প্রয়োজন।
Total Reply(0)
করিম ২১ আগস্ট, ২০২২, ৭:০০ এএম says : 0
মাহাথির মোহাম্মদ কে ধন্যবাদ অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ কথা বলার জন্য।
Total Reply(0)
নবীন ২১ আগস্ট, ২০২২, ৭:০১ এএম says : 0
মাহথির মোহাম্মদ মুসলিম বিশ্বের আরেকজন বিশ্ব নেতা।
Total Reply(0)
Abdullah ২১ আগস্ট, ২০২২, ৭:০১ এএম says : 0
আমার মনের কথাগুলো মাহাথির মোহাম্মদ বলেছেন ।আসলে আমেরিকা এমনটাই চায় যেমনটা মাহাথির বলেছেন তাই মাহাথিরকে ধন্যবাদ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন