মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, ২০২৩ সালে জাতীয় নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন না। কারণ ওই সময় তার বয়স হবে ৯৮ বছর। শনিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। মাহাথির জানিয়েছেন, তিনি পার্টি পিজুয়াং তানাহ এয়ার নামে নতুন একটি দল গঠন করছেন। এই দলের উপদেষ্টা হিসেবে তিনি থাকতে চান। অবশ্য কোনো কারণে আগাম নির্বাচন হলে তাতে তিনি অংশ নেবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ৯৫ বছর বয়সী মাহাথির। সব কিছু স্বাভাবিক থাকলে মালয়েশিয়ার পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৩ সালে হওয়ার কথা। তবে গত সপ্তাহে বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম দাবি করেছেন, নতুন সরকার গঠনের জন্য তার পর্যাপ্ত সংখ্যক এমপির সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী মুহিদ্দিন সরকারের পতন ঘটেছে। আনোয়ারের এই দাবির পর মালয়েশিয়ায় আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বারনামা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন