কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। রোববার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান বলে তার কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা। ৯৭ বছর বয়সী এ রাজনীতিকের হৃদরোগজনিত সমস্যা ছিল, অতীতে তার বাইপাস সার্জারিও হয়েছে। দুই দশকেরও বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ার পর বুধবার তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এরপর সেখানেই তার চিকিৎসা চলে। হাসপাতাল থেকে ছাড়া মিললেও মঙ্গলবার পর্যন্ত তাকে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হবে, বলা হয়েছে তার কার্যালয়ের বিবৃতিতে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন