শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১০:৩১ এএম

দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দিয়েছে এক যুবক। শনিবার (৪ জুলাই) তামিলনাড়ু পুলিশের মাস্টার কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
 
এমন হুমকি আসার পরই তদন্তে নামে তামিলনাড়ু পুলিশ। যে নাম্বারটি থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই নাম্বার খতিয়ে দেখে ২১ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
 
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই যুবক তামিলনাড়ুর বিল্লুপূরমের বাসিন্দা। মূলত তিনিই একটি নাম্বার থেকে ফোন করে অভিনেতার বাড়িতে বোমা হামলার হুমকি দেন। স্বভাবতই অভিনেতার বাড়ির আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
 
পুলিশি তদন্তের প্রায় ২ ঘন্টা পরে জানা যায় আসলে ওই হুমকি পুরোটাই ভুয়া। শুধু তাই নয়, যে যুবক এমন হুমকি দিয়েছে সে নিজেও একজন মানসিক ভারসাম্যহীন। পুলিশের কথায়, খানিকটা মজার ছলেই বোমা হামলার হুমকি দিয়েছিল তিনি। পুলিশের তরফে ওই যুবককে সতর্ক করা হয়েছে, দ্বিতীয়বার যেন এমনটি না করেন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন