গায়িকা আরিয়ানা গ্রান্ডে তার নৃত্যশিল্পী প্রেমিক রিকি আলভারেজের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন বলে খবরে প্রকাশ। এক বছর প্রেম করা পর ‘ফোকাস’ গানটির জন্য খ্যাত গায়িকাটি আলভারেজের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। গ্রান্ডের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে পরস্পরের সম্মতিক্রমে তাদের এক বিচ্ছেদ হয়েছে।
“আরিয়ানাই তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। রিকি যে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে আরিয়ানাকে ঠকাচ্ছিল তা নয়। তাদের মনে হয়েছে এই সম্পর্ক চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। তারা অবশ্য এখনও বন্ধু আছেন,” সূত্র ইঅনলাইন ডট কমকে বলেছে।
গ্রান্ডে সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে আলভারেজের সব ছবি মুছে ফেলেছেন।
সূত্র জানিয়েছে গায়িকাটি আবার একা হতে পেরে খুশি।
গত গ্রীষ্মে গ্রান্ডে আর আলভারেজ পরস্পরের প্রেমে পড়েন। এর আগে ২৩ বছর বয়সী গায়িকাটি ২০১৫তে সম্পর্কচ্ছেদের পর্যন্ত বিগ শনের সঙ্গে আট মাস প্রেম করেছেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন