বিনোদন ডেস্ক : জয় শাহরিয়ার ও মিনার। কাছাকাছি ধারা নিয়ে লম্বা সময় ধরে দুজনেই চলছেন সংগীত পথে। দু’জনার ব্যক্তিগত সম্পর্কও বেশ, বন্ধুত্বপূর্ণ। অথচ গেল এক যুগেও কেউ কারও সঙ্গে গান করেননি। প্রথমবারের মতো তারা একসঙ্গে গান করলেন। জয়ের সুর-সংগীতে গাইলেন মিনার। গানের কথাটি এমন- ‘জানি কিছুই হয় না আমার/পদে পদে শতেক ভুল’। লিখেছেন মাহমুদ মানজুর। সোমবার রাতে এটি রেকর্ড হয়েছে স্টুডিও আজব রেকর্ডস-এ। আসছে ঈদে গানটি স্থান পাচ্ছে সিএমভি’র ব্যানার থেকে প্রকাশিতব্য বিশেষ একটি প্রজেক্টে। জয় বলেন, ‘মিনার আমার খুব পছন্দের শিল্পী-গীতিকবি। বিষয়টি একটু বিস্ময়কর হলেও এটাই আমাদের প্রথম কাজ। এতদিন আমরা শুধু আড্ডাই দিয়েছি, একসঙ্গে গান আর করা হয়নি। এবার সেটা হলো মাহমুদ মানজুরের কথার সূত্র ধরে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ মিনার বলেন, ‘এই সংগীত শহরে জয় শাহরিয়ার আমার অনেক কাছের একজন ভাই। মিউজিক নিয়ে আমাদের আলোচনা অসীম। ভাবতে অবাক লাগে, আমরা এতগুলো বছর কোনও গান করিনি একসঙ্গে। এবার সেটি হয়ে গেল। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন