শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভারতের সিনেমা মুক্তির বিরুদ্ধে আন্দোলন

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রেক্ষাগৃহে শুক্রবার বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে ভারতের বাংলা চলচ্চিত্র কেলোর কীর্তি। ভারতের সিনেমা মুক্তির বিরোধিতা করে আন্দোলন করছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলো। এর অংশ হিসেবে গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) মূল ফটকের সামনে সকাল ১১টায় মানববন্ধন করেন তারা। সেখান থেকে দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন চলচ্চিত্র সংগঠনের নেতারা। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি, নায়ক রুবেল, জায়েদ খানসহ অনেকে। এই আন্দোলনে অংশ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অ্যাকশন গ্রæপ ও সিডাবের নেতাকর্মীরা। উল্লেখ্য, কেলোর কীর্তি সিনেমাটি ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের বøকবাস্টার সিনেমাস এবং শাহীন, পূরবী ও আজাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন