মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অগ্রণী ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৬:০১ পিএম

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করার স্বার্থে অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের দিক নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম ভার্চুয়ালি চালু করা হয়েছে। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক/উপ মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে শনিবার (১১ জুলাই) অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিএসিএইচ, বিইএফটিএন ও আরটিজিএস বিষয়ক ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।

কর্মসূচিতে ডিএমডি মো. আনিসুর রহমান এবং মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন কর্মসূচীতে অংশগ্রহন করেন। অগ্রনী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার ন্যূনতম ১০০ জন কর্মকর্তা উক্ত ভার্চুয়াল প্রশিক্ষনে অংশগ্রহন করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Alamgir Hossain Talukder ১১ জুলাই, ২০২০, ৭:৩৭ পিএম says : 0
ধন্যবাদ অগ্রণী ব্যাংক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন