বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদি মিথ্যাবাদী : রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১২:৩২ এএম

এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী বললেন রাহুল গান্ধী। কংগ্রেসের দলীয় এমপিদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এতে তিনি বলেন, চীনের আগ্রাসন নিয়ে নরেন্দ্র মোদি মিথ্যাচার করেছেন, দেশবাসীকে বিভ্রান্ত করেছেন। এ সময় জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপস না করার কথাও জানান তিনি। এ খবর দিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়, চীন ইস্যুই নয় শুধু, আভ্যন্তরীণ নানা বিষয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন রাহুল। করোনা সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাহুল গান্ধী বলেন, ভারতে ক্রমবর্ধমান সংক্রমণে এখন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশে থাকা উচিত ছিল সরকারের। কিন্তু তা না করে বরং উল্টো পিছিয়ে এসেছে সরকার। রাহুল আরো দাবি করেন, নিয়মিত মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী। এটা রাজনৈতিক বিষয় নয়। কিন্তু কংগ্রেস জাতীয় নিরাপত্তাকে দুর্বল হতে দিতে পারে না। এমন কিছু করতে পারে না যাতে ভারতের সীমান্ত উন্মুক্ত হয়ে যায়। এরইমধ্যে টুইটারেও একই কথা বলে যাচ্ছেন রাহুল। করেছেন একাধিক টুইট। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Shahed Ahmed ১৩ জুলাই, ২০২০, ১:২২ এএম says : 0
সবাই বুঝে কিন্তু আমরা বুঝলাম না!
Total Reply(0)
Md Hamidul ১৩ জুলাই, ২০২০, ১:২২ এএম says : 0
ঠিক বলেছেন আপনি ধন্যবাদ ভাই
Total Reply(0)
তরুন সাকা চৌধুরী ১৩ জুলাই, ২০২০, ১:২২ এএম says : 0
শুধু মিথ্যাবাদি না, সর্বভারতীয় সেরা মিথ্যাবাদি।
Total Reply(0)
মেহেদী ১৩ জুলাই, ২০২০, ১:২৩ এএম says : 0
একজন চাওয়ালা এর চেয়ে বেশি আর কি হবে। অবাক লাগে তার মতো মানুষ কিভাবে একটা বড় দেশ চালায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন