সদ্য কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ শেষ করেছেন রাহুল গান্ধী। দক্ষিণ ভারতের কন্যাকুমারীকা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত করেছেন পদযাত্রা। আর তার প্রশ্ন, তিনি যেখানে যেখানে গিয়েছেন, সকলেই তাকে গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করেন। সেই কথা প্রসঙ্গে সংসদে নিজের ভাষণে গৌতম আদানি ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। ধনকুবের গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে এদিন সংসদে কার্যত বিজেপির দিকে গোলা ছোঁড়েন রাহুল।
লোকসভায় রাহুল বলেন, ‘তামিলনাড়ু, কেরলা থেকে হিমাচল প্রদেশ, আমরা সব জায়গায় শুনেছি একটাই নাম আদানি। সারা দেশে শুধু আদানি.. আদানি.. আদানি। মানুষ জিজ্ঞাসা করেছেন, আদানি যে ব্যবসায় প্রবেশ করেন, তাতেই সাফল্য, কখনও ব্যর্থ হন না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে রাহুল গান্ধী বলেন, ‘সম্পর্ক শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। একজন মানুষ কাঁদে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন মোদির সঙ্গে, অত্যন্ত অনুগত প্রধানমন্ত্রীর, সাহায্য যুগিয়েছিলেন প্রধানমন্ত্রীকে রিসারজেন্ট গুজরাটের আইডিয়ায়। আসল ম্যাজিক তো শুরু হল যখন প্রধানমন্ত্রী হয়ে মোদি ২০১৪ সালে এলেন দিল্লিতে।’
রাহুলের টার্গেটে এদিন ছিল মোদি সরকার। তিনি অভিযোগ তোলেন, আদানিকে সুবিধা পাইয়ে দিতে সরকার নিয়মের পরিবর্তন করেছে। উল্লেখ্য, যে সংস্থার বিমানবন্দরের ক্ষেত্রে কোনও অভিজ্ঞতা নেই কাজের তাদের আগে বিমানবন্দরের উন্নয়নের কাজ দেয়া হত না। সেই প্রসঙ্গে রাহুল বলছেন, ‘এই নিয়ম পাল্টেছে, আর আদানিকে ছয়টি বিমানবন্দর দেয়া হয়েছে। এরপর ভারতের সবচেয়ে বেশি লাভযোগ্য বিমানবন্দর মুম্বাই বিমানবন্দর জিভিকের থেকে ছিনিয়ে আদানিকে দিয়েছে ভারত সরকার, সিবিআই, ইডিকে ব্যবহার করে।’ সূত্র: টিওআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন