টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে শান্তা আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার বিকাল তিনটায় উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।
দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ও নিহতের পরিবার জানান, নিহত শান্তা আক্তার উপজেলার পোড়াবাড়ি গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় পোড়াবাড়ি ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজ সোমবার বিকাল তিনটার দিকে সে সহ আরো দুজন কলা গাছের ভেলা নিয়ে বাড়ির পাশের বিলে বেড়াতে যায়। এ সময় বৃষ্টি হচ্ছিল। ভেলাতে থাকা অবস্থায়ই তাদের উপর বজ্রপাত পড়লে তিন জনই আহত হয়। পরিবার ও গ্রামের লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রæত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাদরাসা ছাত্রী শান্তাকে মৃত ঘোষনা করে। আহত অপর দুজন হলেন শান্তা আক্তারের বান্ধবী একই গ্রামের ফরহাদ মল্লিকের মেয়ে নববধূ ফরিদা বেগম(২০) ও তার ফুপাতো ভাই অষ্টম শ্রেনির ছাত্র রাসেল মিয়া (১২)। । তারা উভয়ই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন