রক এন’ রোল নিয়ে যত তালিকাই করা হোক তা থেকে লেড জেপেলিনের ‘স্টেয়ারওয়ে টু হেভেন’ গানটিকে সম্ভবত বাদ দেয়া যাবে না। এই বিখ্যাত গানটির বিরুদ্ধেও একসময় নকল করার অভিযোগে মামলা হয়েছিল। এই বিষয়টি নিয়ে ব্যান্ডটির কিংবদন্তিসম গিটারিস্ট জিমি পেইজ (৭২) সম্প্রতি মুখ খুলেছেন।
‘স্টেয়ারওয়ে টু হেভেন’গানটি ১৯৭১ সালে ব্যান্ডটির চতুর্থ অ্যালবামের অংশ হিসেবে প্রকাশিত হয়। অভিযোগ করা হয় স্পিরিটের ১৯৬৮ সালে প্রকাশিত ‘টরাস’ গানটি থেকে এর ইন্ট্রোটি নকল করা হয়েছে। পেইজের আগে বরাবরই এই বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন।
গত মাসে এই অভিযোগ নিয়ে মামলায় লেড জেপেলিন জয়ী হবার পর পেইজ ফেইসবুকের মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
“লস অ্যাঞ্জেলেসে ‘স্টেয়ারওয়ে টু হেভেন’মামলার রায় বেরোবার পর কয়েক সপ্তাহ কেটেছে, উল্লেখযোগ্য স্বল্প সময়ের মধ্যে জুরিরা সর্বসম্মত রায় দিয়েছে,” পেইজ লিখেছেন।
“এই রায়ে পৌঁছা পর্যন্ত দীর্ঘ যাত্রায় এবং অতি-সাম্প্রতিক সময় পর্যন্ত, আমি আপনাদের যে বিস্ময়কর সমর্থন, উৎসাহ এবং শুভেচ্ছা পেয়েছি তা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে,” তিনি আরও লিখেছেন।
যে ভক্তরা তাকে এতে অনুক‚ল শক্তি যুগিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কপিরাইট লঙ্ঘন মামলায় লেড জেপেলিন জয়ী হলেও মামলা সামগ্রিকভাবে শেষ হয়নি। স্পিরিট ব্যান্ডের পরলোকগত গিটারিস্ট র্যান্ডি ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্বকারী মাইকেল স্কিডমোর গত ২৩ জুলাই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তার আইনজীবী ফ্রান্সিস ম্যালোফি জানিয়েছেন লেড জেপেলিন একটি সূ² ভিত্তির ওপর জয়ী হয়েছে, কার বিচারক তাকে মূল গানটি আদালতে বাজিয়ে শোনাতে দেননি। তিনি জানান এক পা মেঝেতে স্টেপল করে তিনি লড়ে যাবেন। ছবিতে লেড জেপেলিনের ভোকাল রবার্ট প্ল্যান্টের সঙ্গে পেইজ (ডানে)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন