ডেভিড এফ. স্যান্ডবার্গ পরিচালিত হরর ফিল্ম ‘লাইটস আউট’। এটি স্যান্ডবার্গের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন। তিনি ‘অ্যানাবেল টু’ পরিচালনা করছেন।
মার্টিন (গেব্রিয়েল বেইটম্যান) তার মা সোফি’র (মারিয়া বেলো) সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে থাকে। বড় বোন রেবেকা (টেরিজা পামার) এখন তাদের সঙ্গে থাকে না। মার্টিনের এক ধরনের ভৌতিক অভিজ্ঞতা হতে শুরু করে। ঘরের আলো নেভালেই সে এক নারীর ছায়ামূর্তি দেখতে পায়। আবার আলো জ্বালালেই সেটি অদৃশ্য হয়ে যায়। রেবেকা বাড়ি ছাড়ার পর ভেবেছিল সেই নারী তার জীবন থেকে বিদায় নিয়েছে। বাড়ি ফিরে সে জানতে পারে এবার তার ছোট ভাইটিরও সেই একই অভিজ্ঞতা হচ্ছে। রেবেকা বিষয়টি জানার চেষ্টা করে। তাদের মা সোফি হলো সেই ছায়ামূর্তির মাধ্যম। সোফি একসময় মানসিক রোগের হাসপাতালে ছিল সেখানেই সেই আত্মা ভর করেছিল। এই আত্মার নাম হল ডায়ানা (অ্যালিশিয়া ভেলা-বেইলি)। একই হাসপাতালে ছিল সে। তার শরীর ছিল আলোর প্রতি সংবেদনশীল। চিকিৎসকরা তাকে উজ্জ্বল আলো দিয়ে থেরাপি দেয়ায় তার মৃত্যু হয়। তার পরই সে সোফির ওপর ভর করে এবং মানুষের ওপর প্রতিশোধ নিতে থাকে। জানা যায় রেবেকা-মার্টিনের বাবা পলকেও (বিলি বার্ক) সেই হত্যা করেছে। ডায়ানা জানায় যেই তাকে সোফির কাছ থেকে আলাদা করা চেষ্টা করবে তাকেই সে হত্যা করবে। তারা প্রথম পুলিশের সাহায্য নেবার চেষ্টা করে ব্যর্থ হয়। রেবেকা তার প্রেমিক ব্রেটকে (আলেকজান্ডার ডিপার্সিয়া) নিয়ে নতুন করে উপায় খোঁজার চেষ্টা করে। এই আত্মাকে বিদায় করা একমাত্র উপায় হচ্ছে সোফি’র কাছ থেকে তাকে আলাদা করা কিন্তু তা কি আদৌ সম্ভব?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন