বিনোদন ডেস্ক : অভিনেত্রী তারিনের নাচে বিশেষ দক্ষতা রয়েছে। তিনি একজন নৃত্যশিল্পীও বটে। অভিনয়ের আড়ালে তার এই প্রতিভা আড়ালে ঢাকা পড়েছিল। এবার তার এই প্রতিভা তুলে আনা হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে। তাও আবার একক নৃত্যের মাধ্যমে। প্রথমবারের মতো তিনি এমন একটি অনুষ্ঠান করলেন। সম্প্রতি তার নাচ নিয়ে একটি অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে। কোরবানি ঈদে আরটিভিতে প্রচারের জন্য অনুষ্ঠানটি করা হয়েছে। তারিন বলেন, আমার কাছে নাচ বরাবরই অন্যরকম ভালো লাগার বিষয়। অভিনয়ের মতোই এটা আমার রক্তে মিশে আছে। অনেকদিন তেমন করে নাচের সুযোগ পাইনি। এবার চমৎকার একটি অনুষ্ঠান করতে পেরেছি। এজন্য আমাকে যথেষ্ট চর্চা করতে হয়েছে। আশা করছি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন। তিনি জানান, অনুষ্ঠানে আধুনিক ও লোক গানের সঙ্গে নাচ করেছেন। নাচগুলো পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহীদ শরীফ।
ছবি : তারিন-নৃত্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন