বিনোদন ডেস্ক : সুন্দরবনকে বাঁচাতে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও সোচ্চার হয়ে উঠেছে। এর সাথে যুক্ত হলেন সঙ্গীতশিল্পী আনুশেহ। তিনি সুন্দরবন নিয়ে গান গেয়েছেন। গানটি বেশ সারা জাগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গানটির কথা লিখেছেন আনু মুহাম্মদ। সুর ও কণ্ঠ দিয়েছেন আনুশেহ আনাদিল। গানটির কথা এরকম ‘দেহ মনে আঘাত তবু উঠে দাঁড়াই সুরে, গাছে গাছে প্রাণে প্রাণে লড়াই আসে ঘুরে।’ উল্লেখ্য, সুন্দরবন রক্ষা নিয়ে ইতোমধ্যে ¯েøাগান উঠেছে, ‘রামপাল চুক্তি ছুঁড়ে ফেলো। সুন্দরবন রক্ষা কর।’ আন্দোলনকারীদের বক্তব্য, ভারতের সাথে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবন ধ্বংস করে বাংলাদেশকে অরক্ষিত করবে। মহাপ্রাণ সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে। সুন্দরবন রক্ষা তাই আমাদের জাতীয় কর্তব্য।
ছবি : আনুশেহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন