শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন আঙ্গিকে লাইফ ইন এ মেট্রো

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলার প্রচার চলতি প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘লাইফ ইন এ মেট্রো’। মেগা ধারাবাহিকটিতে বড় ধরনের পরিবর্তন করে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। বর্তমানে নাটকটি নতুন করে লিখছেন শফিকুর রহমান শান্তনু। গল্পেও এসেছে নানা নাটকীয় বাঁক বদল। অপূর্ব, মিলন, শহীদুজ্জামান সেলিম সহ পুরনো অভিনেত্রীরা ছাড়াও যুক্ত হয়েছেন মৌসুমি হামিদ, ডাক্তার এজাজ, মারজুক রাসেল, কল্যাণ, রুনা খান, শাহেদ, উর্মিলা প্রমুখ। বি ইউ শুভ পরিচালিত নাটকটি ঘটনা আবর্তিত হয়েছে ঢাকা শহরের বিচ্ছিন্ন কিছু শ্রেণির মানুষকে ঘিরে। যারা কখনো মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক আবার কখনোবা উচ্ছৃঙ্খল, পরিবারের জন্য দুঃস্বপ্ন, বেকার ও মাদকাসক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়–য়া স্মার্ট তরুণ জারিফ, শার্লিন, আরিশা, এ্যানা, শামা, নীল, সৌমিক, প্রীত, রাইসা, লাবণ্য, তুর্য এবং সারাহ ভিন্ন সমাজিক ও অর্থনৈতিক পার্থক্যে বেড়ে উঠলেও সবার মাঝে মিলটা হলো বন্ধুত্বের। কিন্তু কোথাও একটা গিয়ে তারা একই সূত্রে গাঁথা। এই তরুণিদের পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্ক, ভালোবাসা, বিরহ, দ্ব›দ্ব, বিশ্বাস-অবিশ্বাস ও সর্বোপরি বন্ধুত্বটা স্পষ্টভাবে উঠে আসবে ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকে। এটি প্রচার হচ্ছে রাত ৯.২০ মিনিটে।
ছবি : লাইফ ইন এ মেট্রো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন